Copyright Doctor TV - All right reserved
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনস্থ সুপার স্পেশালাইজড হাসপাতালে হেমাটোলজি বিভাগ খোলা ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এ বছরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) এবং রোবটিক সার্জারি শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। রোবটিক সার্জারি, স্টেম সেল থেরাপি ও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স হবে স্মার্ট বাংলাদেশের অংশ বলে জানান তিনি।
‘আমাদের দেশে বোনম্যারো ট্রান্সপ্লাট করতে পারেন এমন চিকিৎসক সংখ্যা হাতেগোনা। আর যারা করেন তাদের মধ্যে বিশেষজ্ঞ খুবই কম। এছাড়া, বোনম্যারো ট্রান্সপ্লান্টের জন্য যেসব চিকিৎসা সরঞ্জাম দরকার তার সংখ্যাও কম।