Copyright Doctor TV - All right reserved
কার্যকরভাবে মশার লার্ভা ধ্বংসে আগামী রোববার থেকে জৈবিক লার্ভিসাইড কীটনাশক ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেন্সিস (বিটিআই) প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএনসিসির নগর ভবনে এক মতবিনিময় সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
এবার ডেঙ্গু মোকাবেলায় ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেন্সিস (বিটিআই) নামের ব্যাকটেরিয়া প্রয়োগ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতোমধ্যে ফিল্ড ট্রায়াল সম্পন্ন হয়েছে। স্যাম্পল রিপোর্ট হাতে পেলেই শনিবার (৫ আগস্ট) থেকে এর প্রয়োগ শুরু হবে। সূত্র : যমুনা টিভি অনলাইন।