Copyright Doctor TV - All right reserved
বেলজিয়ামের ব্রাসেলসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামস্থ বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ উদ্যোগে বেলজিয়ামস্থ বাংলাদেশ দূতাবাসে একটা গোলটেবিল আয়োজন করা হয়েছিলো। সেটাতে উপস্থিত ছিলেন ইউরোপের বায়োব্যাংক সংশ্লিষ্ট শীর্ষ বিজ্ঞানী ও একাডেমিসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইনভেষ্টমেন্ট ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, চলমান বিশ্বের খাদ্য সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে। আমাদের চিকিৎসকদের উচিৎ হবে আগত ফসল উৎপাদনকারী কৃষকদের সেবা নিশ্চিত করা। কৃষকরা একদিন অসুস্থ থাকলে দেশের খাদ্য ঘাটতিসহ অর্থনৈতিক প্রভাব পড়বে। তাই কৃষকদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সকল চিকিৎসককে ঐক্যবদ্ধভাবে তাদের সেবা দিতে হবে।
যথাযথভাবে দেশের স্বার্থ রক্ষা করে বায়োব্যাংক প্রতিষ্ঠা করার মাধ্যমে যদি গবেষনায় আদৌ কোন একটি ক্ষুদ্র পাথরও নাড়াতে পারি, তাহলেও অসীম ঋণের বোঝা একটু হালকা হবে !!!
‘একটি আন্তর্জাতিক মানের বায়োব্যাংক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ধারণ করারও সামর্থ্য রয়েছে বাংলাদেশের। যা দেশটির চিকিৎসা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।’ নিউইয়র্কের জাতিসংঘ 'বিজ্ঞান বিষয়ক সামিট' -এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্যানেল উপস্থাপিত ‘নিম্ন ও মধ্যম আয়ের দেশে বায়োব্যাংকিং, বাংলাদেশে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি কেস স্ট্যাডি’ শীর্ষক আলোচনায় এ বক্তব্য তুলে ধরা হয়।