Copyright Doctor TV - All right reserved
বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষুরোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন ফ্রান্স থেকে আসা রেটিনা স্পেশালিস্ট ডা. লরিট। প্রথম দফায় ৪০ জন রোগী দেখার পর বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা সেবার প্রশংসা করেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। তারা পর্যাপ্ত সুযোগ পেলে চিকিৎসা ক্ষেত্রে সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করতে পারবে বাংলাদেশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে ডাক্তার থাকে না এটা একটা সমস্যা।এর মেইন কারণ খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে একপক্ষের কথা শুনলে হবে না। ডাক্তারের সঙ্গেও কথা বলতে হবে। আমাকে ডাক্তারের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। সব দেখে তারপর আমি ব্যবস্থা নেবো।
ভুটানের জিগমে দর্জি ওয়াংচুক ন্যাশনাল রেফারেল হাসপাতালে বিশেষ সার্জারি ক্যাম্পে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক সেবা প্রদান করেন। ক্যাম্পে নেতৃত্ব দেন বিশিষ্ট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
দেশে এখন চিকিৎসক সংখ্যা এক লাখের বেশি। আর প্রতি বছর যোগ হয় প্রায় দশ হাজার এর কাছাকাছি। সরকারি চিকিৎসক প্রায় তিরিশ হাজার। আর বাকি সবাই ব্যক্তিগত ভাবে কিংবা বেসরকারিখাতে নিযুক্ত।