Copyright Doctor TV - All right reserved
পাকস্থলির ক্ষত (পেপ্টিক আলসার) মানে পাকস্থলি ও এর পরের অংশে কোন ক্ষত বা প্রদাহ। পাকস্থলির গায়ের আবরণ ও নিঃসৃত অ্যাসিডের ভারসাম্য নষ্ট হলেই এই আলসার হয়। পাকস্থলির ক্ষত (পেপ্টিক আলসার) দুই ধরনের। একটা হল স্টমাক আলসার, স্টমাকের আলসারকে আবার বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আরেকটি হল ডিওডেনাম আলসার। এই দুটোকে একত্রে বলা হয় পেপ্টিক আলসার বা পাকস্থলির ক্ষত ।