Copyright Doctor TV - All right reserved
নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়। আজ রোববার প্রতিবারের ন্যায় এবারও সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে দিবসটি পালিত হয়েছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সব নারীর জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণই হল নিরাপদ মাতৃত্ব। এবছর দিবসটির প্রতিপাদ্য ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি; নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’।
মাতৃমৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম রক্তক্ষরণ ও খিঁচুনি। প্রসবকালীন এবং প্রসব পরবর্তী মৃত্যুর মধ্যে এই দুই কারণই ৫৫ ভাগ দায়ী বলে জানিয়েছে বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড হেলথ কেয়ার সার্ভে (বিএমএমএস)।