Copyright Doctor TV - All right reserved
আসছে ২০২৪ সালে বিশ্বজুড়ে ১৬০ মিলিয়নের অধিক শিশু অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দক্ষিণ সুদানের শিশুরা। সোমবার (৬ নভেম্বর) বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
অপর্যাপ্ত অনুদানের কারণে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দেওয়া খাদ্যসহায়তার পরিমাণ কমাতে বাধ্য হলো জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। দ্রুত অনুদান না পেলে এ বছরেই খাদ্যসহায়তার পরিমাণে আরও কাটছাঁট হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩৬ সদস্য বিশিষ্ট সংস্থার নির্বাহী বোর্ডে সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য পদটিতে নির্বাচিত করা হয়।