Copyright Doctor TV - All right reserved
বর্তমান সময়ে জলপাই একটি সহজলভ্য এবং জনপ্রিয় একটি ফল। এটি টক স্বাদযুক্ত হওয়াতে ছেলেদের চেয়ে মেয়েদের পছন্দের তালিকায় বেশি থাকে । তবে জলপাই দিয়ে তৈরী নানা ধরনের খাবার যেমন আচার, জুস বা তরকারী,ডাল এ দিইয়ে রান্না করলে অনেকেই এটি খুব উপভোগ করে গ্রহণ করেন ।