Copyright Doctor TV - All right reserved
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১২৪ জন শিক্ষক, চিকিৎসককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষক ও চিকিৎসকদের হাতে এই গবেষণা অনুদান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। মোট দুই ধাপে ১১ কোটি ২৪ লক্ষ ৪৩ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে মঙ্গলবার প্রদান করা হয় ৪ কোটি ৪৯ লক্ষ ৭৭ হাজার ২ শত টাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬৭ জন গবেষক শিক্ষক চিকিৎসকের মাঝে ৫ কোটি ৯৪ লক্ষ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ১২৭ নং সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।