Copyright Doctor TV - All right reserved
এখন থেকে সারা বছর তিন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)। মঙ্গলবার (৩১ অক্টোবর) মাসব্যাপি স্তন ক্যান্সার স্ক্রিনিং ও শিক্ষা কাযর্ক্রম সমাপ্তি অনুষ্ঠানে এনআইসিআরএইচ এর পরিচালক অধ্যাপক ডা. এম নিজামুল হক এ সিদ্ধান্তের কথা জানান।
রক্তের নমুনা থেকে ক্যান্সার কোষ শনাক্ত এবং বিশ্লেষণ করতে পারে এমন একটি নতুন ডিভাইস তৈরি করেছেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির (ইউটিএস) একদল গবেষক। নতুন এই প্রযুক্তি ডাক্তারদের আক্রমণাত্মক বায়োপসি সার্জারি এড়াতে এবং চিকিৎসার অগ্রগতি নিরীক্ষণ করতে সক্ষম।