বছর জুড়ে তিন ধরনের ক্যান্সার শনাক্তের সিদ্ধান্ত

ডক্টর টিভি রিপোর্ট
2023-11-02 14:02:02
বছর জুড়ে তিন ধরনের ক্যান্সার শনাক্তের সিদ্ধান্ত

স্তন ক্যান্সার স্ক্রিনিং ও শিক্ষা কাযর্ক্রম সমাপ্তি অনুষ্ঠানে এনআইসিআরএইচ এর পরিচালক অধ্যাপক ডা. এম নিজামুল হকসহ অতিথিরা

এখন থেকে সারা বছর তিন ধরনের ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ)। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) মাসব্যাপি স্তন ক্যান্সার স্ক্রিনিং ও শিক্ষা কার্যক্রম সমাপ্তি অনুষ্ঠানে এনআইসিআরএইচ এর পরিচালক অধ্যাপক ডা. এম নিজামুল হক এ সিদ্ধান্তের কথা জানান। 


ক্যান্সার ইনস্টিটিউটের সিদ্ধান্ত অনুযায়ী, রোগী ও জনসাধারণ যে কোন সময় স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার ও মুখ গহ্বরের ক্যান্সারের স্ক্রিনিং করাতে পারবেন। এতে করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ সেবার পরিসর বাড়বে  এনআইসিআরএইচ এ। 


আরও দেখুন: