Copyright Doctor TV - All right reserved
দেশে আগামী বছর থেকে যক্ষ্মা রোগী শনাক্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। যক্ষ্মা শনাক্তে প্রাথমিকভাবে ঢাকা, খুলনা ও পঞ্চগড়- এই তিনটি জেলায় পাইলট কর্মসূচি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হবে। এতে শতভাগ রোগী শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) যেসব ডেটার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, সেগুলো নিরপেক্ষ, পরীক্ষিত, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যতায় কোনো ঘাটতি থাকলে, রোগীর জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।