Copyright Doctor TV - All right reserved
ডা. দীপু মনি বলেন, জন্মবধির শিশুদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্টের মতো ব্যয়বহুল চিকিৎসাসেবা কার্যক্রম সরকার বলতে গেলে বিনামূল্যে দিচ্ছেন। এরফলে যেসকল শিশুরা পরিবার ও সমাজের বোঝা হয়ে দাড়াতো তারা সমাজের মূলস্রোতধারায় ফিরে আসছে। পরিবারের মা-বাবার মুখে হাসি ফুটছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রমে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
৭ শতাধিক সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুর জন্য ব্যয়বহুল কক্লিয়ার ইমপ্ল্যান্ট বিনামূল্যে সম্পন্ন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এতে করে ওই সকল প্রতিবন্ধীরা কানে শুনতে পারছেন ও কথা বলতে পারছেন।