Copyright Doctor TV - All right reserved
নিজেদের খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এছাড়াও আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন।
সব ধরনের ওষুধের দাম পাকিস্তানে। এরমধ্যে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম ২০ শতাংশ ও জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম ১৪ শতাংশ বাড়ানো হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দেয় দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি)। সূত্র : ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।