পাকিস্তানে ওষুধের দাম বাড়লো

অনলাইন ডেস্ক
2023-04-29 21:18:19
পাকিস্তানে ওষুধের দাম বাড়লো

সব ধরনের ওষুধের দাম বেড়েছে পাকিস্তানে

সব ধরনের ওষুধের দাম বেড়েছে পাকিস্তানে। এরমধ্যে নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম ২০ শতাংশ ও জরুরি প্রয়োজনীয় ওষুধের দাম ১৪ শতাংশ বাড়ানো হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) ওষুধের দাম বাড়ানোর অনুমোদন দেয় দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি)। সূত্র : ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরেই পাকিস্তানে ওষুধের সংকট চলছে। বৈদেশিক মুদ্রার সংকটে ওষুধ আমদানি করতে পারছে না দেশটি। এমনকি ওষুধের কাঁচামাল আমদানিও বাধাগ্রস্ত হচ্ছে। 

ওষুধের দাম বাড়াতে প্রায় এক মাস ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (পিপিএমএ)। সরকারকে ওষুধের দাম ৩৯ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয় পিপিএমএ।

এ প্রসঙ্গে দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে, পাকিস্তানি রুপির মূল্য বাড়লে তিন মাস পরে আবার ওষুধের দাম পর্যালোচনা করা যেতে পারে। অন্যদিকে, ওষুধের দাম বাড়ানো নিয়ে সমালোচনা করেছে পিপিএমএ। যে হারে দাম বাড়ানো হয়েছে, তা তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে দাবি সংগঠনটির।


আরও দেখুন: