Copyright Doctor TV - All right reserved
উচ্চঝুঁকি পূর্ণ গর্ভবতী এবং যাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র লাগতে পারে, যেমন অতিরিক্ত ওজনের গর্ভবতীদের, গর্ভাবস্থার ডায়াবেটিস শনাক্ত হওয়া মায়েদের, উচ্চ রক্তচাপ থাকা, গর্ভাবস্থার পূর্ব থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগ আছে এমন মায়েদের, নির্ধারিত সময়ের পূর্বেই ডেলিভারির অবস্থা সৃষ্টি হলে, রক্তশূন্যতা থাকা, হৃদপিণ্ডজনিত সমস্যা, ক্যান্সারে আক্রান্ত গর্ভবতী, থাইরয়েডের সমস্যা থাকা, ৩৫ বছরের অধিক বয়সীদের গর্ভাবস্থার জটিলতায়, কিডনি রোগে আক্রান্ত গর্ভবতীদের ইত্যাদি সমস্যায় থাকা৷