Copyright Doctor TV - All right reserved
এএফপির একজন আলোকচিত্রী জানান, ইবনে সিনা হাসপাতালে অভিযানের পর রক্তে ভেজা একটি বালিশে বুলেটের ছিদ্র দেখতে পান তিনি। পাশেই নিহতদের মরদেহ ঘিরে ছিলেন ফিলিস্তিনিরা। নিহতরা হলেন- মুহাম্মদ জালামনাহ, মুহাম্মদ আয়মান গাজাবী এবং বাসেল আয়মান গাজাবী। হামলার সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন।
ইসরাইলি সেনারা অবরুদ্ধ করে অভিযান পরিচালনার পর গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) থাকা সব রোগীরই মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে এ তথ্য জানান।