চিকিৎসক সেজে হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলা

অনলাইন ডেস্ক
2024-01-31 17:03:41
চিকিৎসক সেজে হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলা

চিকিৎসক সেজে হাসপাতালে ইসরায়েলি সেনাদের হামলা

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসক ও বেসামরিক নাগরিকের ছদ্মবেশে ঢুকে তিনজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সূত্র: ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এএফপির একজন আলোকচিত্রী জানান, ইবনে সিনা হাসপাতালে অভিযানের পর রক্তে ভেজা একটি বালিশে বুলেটের ছিদ্র দেখতে পান তিনি। পাশেই নিহতদের মরদেহ ঘিরে ছিলেন ফিলিস্তিনিরা। নিহতরা হলেন- মুহাম্মদ জালামনাহ, মুহাম্মদ আয়মান গাজাবী এবং বাসেল আয়মান গাজাবী। হামলার সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইনে স্বাস্থ্যসেবা স্থাপনায় বিশেষ সুরক্ষা দেওয়ার বিধান আছে। কিন্তু ইসরায়েলি বাহিনী এই আইন লঙ্ঘন করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনারা চিকিৎসক ও বেসামরিক নাগরিকের পোশাক পরে হাসপাতালে ঢুকছে। এ সময় অনেকে হুইলচেয়ার, এমনকি বাচ্চাদের বহনকারী গাড়িও ব্যবহার করে।

ইবনে সিনা হাসপাতালের পরিচালক নাজি নাজ্জাল বলেন, একদল ইসরায়েলি সেনা গোপনে হাসপাতালে ঢুকে পুরুষদের হত্যা করেছে। এ সময় তারা সাইলেন্সার লাগানো অস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি।


আরও দেখুন: