Copyright Doctor TV - All right reserved
আপনি যেমন সমাজের অন্যায় দেখলে মানসিক ভাবে দগ্ধ হন, কষ্ট পান। আমিও তেমনি শিশুদের অপ চিকিৎসা দেখলে খুব কষ্ট পাই। শিশুদের উপর মুড়ি-মুড়কির মত অপ্রয়োজনীয় এন্টিবায়োটিকের প্রয়োগ দেখলে কষ্ট পাই। আমার সামনে একটা অসুস্থ বাচ্চা আসলে প্রথমেই চিন্তা করি, " এই বাচ্চার জায়গায় যদি আমার নিজের বাচ্চা থাকত তাহলে কি চিকিৎসা দিতাম, কি টেস্ট করতে দিতাম।"
ডায়াবেটিস, পলিপাস ও পাইলস রোগ থেকে মুক্তির আশ্বাসে গত দুই বছরে দফায় দফায় নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মাছ-মাংস ও ফল দিয়েছেন হেমায়েত ওঝাকে। দীর্ঘদিনেও রোগমুক্তি না হওয়ায় শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ওঝার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মমতাজ বেগম নামের এক নারী।