Copyright Doctor TV - All right reserved
করোনা মহামারীর এই সময়ে মানুষ করোনাকে যতটা না ভয় পাচ্ছে, তার চেয়েও শ্বাসকষ্টকে বেশি ভয় পাচ্ছে। করোনার ফলে যে শ্বাসকষ্ট, এটা অনেক সময় ভয়ের কারণেও হয়। আবার এটি বাড়তে বাড়তে অনেক সময় আইসিইউ পর্যন্ত লাগতে পারে। এই সমস্যার চিকিৎসাকে বলা হয়ে এক্সেলেশন অব অক্সিজেন থেরাপি। এতে আস্তে আস্তে অক্সিজেনের চাহিদা বাড়বে এবং সেই অনুপাতে অক্সিজেন সরবরাহ করতে হবে। এর মূল লক্ষ্য হচ্ছে রক্তে ৯০ শতাংশ অক্সিজেন সরবরাহ করা।