Copyright Doctor TV - All right reserved
বাংলাদেশের কার্ডিওলজির পথিকৃৎ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. আব্দুল মালিক ছিলেন দূরদর্শী সম্পন্ন কর্মবীর মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন। সোমবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে হৃদরোগ বিভাগ এই স্মরণ সভার আয়োজন করে।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ডা. আব্দুল মালিকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শোকবার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।