Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬


রিপোর্টারের নাম : জাকারিয়া হাবিব পাইলট
শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

১১ জানুয়ারি টিএসসিতে ডাকসুর স্বাস্থ্য সেমিনার

Main Image

১১ জানুয়ারি টিএসসিতে ডাকসুর স্বাস্থ্য সেমিনার


ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু), আমেরিকান ওয়েলনেস সেন্টার ও ইবনে সিনার যৌথ উদ্যোগে আগামী ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য সেমিনার ‘সুস্থ মস্তিষ্ক ও শক্তিশালী শরীর’ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ডাকসুর ভাইস‑প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে মূলত আলোচনা করা হবে কিভাবে ওষুধনির্ভর না থেকে বিজ্ঞানসম্মত জীবনধারা পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদে সুস্থ থাকা যায়, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক জটিলতা ও মানসিক চাপ কমানোর উপায় নিয়ে।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. মুজিবুল হক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে থাকবেন ইউনিভার্সিটি অব ঢুককার প্রো‑ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. সায়েমা হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর শেহরিন আমিন মনামী, অধ্যাপক ড. শামিমা তাসনিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ফ্যাকাল্টির ডিন ড. মো. সেলিম রেজা।

সেমিনারটি ১১ জানুয়ারি বিকাল ৫টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। প্রথম এক হাজার জন রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারী আকর্ষণীয় টি‑শার্ট ও রিফ্রেশমেন্ট পাবে। এতে অংশগ্রহণ করতে ইচ্ছুকরা লিংকে ক্লিক করে নিবন্ধন করতে পারবেন।

এ সেমিনারের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিজ্ঞানসম্মত জীবনধারা গ্রহণের উপায় শেখানো।

আরও পড়ুন