
দেশে নাক, কান ও গলা রোগের চিকিৎসায় আস্থার প্রতীক এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে “দ্য ন্যাশনাল হেড নেক ক্যান্সার এন্ড থাইরয়েড কংগ্রেস ২০২৫”।
এই বৈজ্ঞানিক সম্মেলনের উদ্দেশ্য হলো—নাক, কান, গলা ও থাইরয়েড ক্যান্সারের সর্বশেষ চিকিৎসা অগ্রগতি নিয়ে চিকিৎসক, গবেষক ও সার্জনদের মধ্যে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইদুর রহমান।
দেশ-বিদেশের বিশিষ্ট বিশেষজ্ঞ, সার্জন ও চিকিৎসকরা এতে অংশগ্রহণ করবেন। কংগ্রেসে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞরা আধুনিক চিকিৎসা পদ্ধতি, সার্জিক্যাল টেকনিক এবং ক্যান্সার চিকিৎসার নতুন উদ্ভাবন বিষয়ে আলোচনা করবেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাঁচজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞও তাদের বক্তৃতা প্রদান করবেন।
প্রতিদিন প্রায় এক হাজার রোগীকে সেবা প্রদানকারী এই ইনস্টিটিউট চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেই সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।
আয়োজকদের আশা, এই কংগ্রেস বিশেষজ্ঞ চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি হেড নেক ও থাইরয়েড ক্যান্সার মোকাবেলায় দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে।
আরও পড়ুন