Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


এফইটিপিবি ইন্টারমিডিয়েট কোর্সে আগ্রহী চিকিৎসকদেরকে আবেদনের আহ্বান

Main Image

১৬ জানুয়ারি (রোববার) আইইডিসিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ফিল্ড ইপিডিওমোলজি ট্রেইনিং প্রোগ্রাম বাংলাদেশের (এফইটিপিবি) ইন্টারমিডিয়েট কোর্সে প্রশিক্ষণ নিতে আগ্রহী চিকিৎসকদেরকে আবেদনের আহ্বান জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

১৬ জানুয়ারি (রোববার) আইইডিসিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (ইউএসসিডিসি) ও গ্লোবাল হেলথ ডেভেলপমেন্ট (জিএইচডি) জর্ডানের কারিগরি সহযোগিতায় আইইডিসিআর পরিচালিত এফইটিপি বাংলাদেশের ইন্টারমিডিয়েট কোর্সের প্রথম ব্যাচে সরকারি চিকিৎসকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক মানের এ কোর্সে যোগ দেওয়ার জন্য চিকিৎসকদের নিকট থেকে আগামী ২৫ জানুয়ারির মধ্যে আইইডিসিআরের পরিচালক বরাবার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করার জন্য আহ্বান করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই কোর্সটি সম্ভাব্য শুরুর সময় ফেব্রুয়ারি ২০২২ এর দ্বিতীয় সপ্তাহে এবং প্রতি ব্যাচে ২০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন 

আরও পড়ুন