Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপন

Main Image


বিশ্ব মেরুদণ্ড দিবস (World Spine Day 2025) উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে র‍্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।


 

সকাল ৯টায় কলেজের প্রধান ফটকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে “ট্রেনিং কমপ্লেক্স অডিটরিয়াম”-এ এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের মহাপরিচালক (ডিরেক্টর) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, এবং সভাপতিত্ব করেন নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহিদ রায়হান।


 

সভায় বক্তারা মেরুদণ্ডের সুরক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথায় ভুগছেন, যার প্রধান কারণ দুর্ঘটনাজনিত আঘাত, ভুল ভঙ্গিমায় বসা, শারীরিক পরিশ্রমের অভাব এবং দীর্ঘক্ষণ মোবাইল ও কম্পিউটার ব্যবহার।


 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ মেরুদণ্ডের রোগের আধুনিক চিকিৎসা ও অস্ত্রোপচারে দেশের অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানানো হয়। গত এক বছরে বিভাগটিতে ২৩০০-রও বেশি স্পাইন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে ডিস্ক প্রোলাপ্স, স্পাইনাল টিউমার, ট্রমা ও জটিল ডিফরমিটি সংশোধনমূলক অস্ত্রোপচার।


 

বক্তারা বলেন, “World Spine Day”-এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যাতে সবাই নিয়মিত ব্যায়াম, সঠিক ভঙ্গিমা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে মেরুদণ্ড সুস্থ রাখতে পারেন।


 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন