Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫


ময়মনসিংহ মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের রোস্টার নির্ধারণ

Main Image

ছবিঃ সংগৃহীত


ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-৫৭তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের ইউনিটভিত্তিক দায়িত্ব পালনের সময়সূচি (রোস্টার) নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) লটারির মাধ্যমে এই রোস্টার চূড়ান্ত করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। এছাড়া উপপরিচালক ডা. জাকিউল বারী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনুদ্দিন খান এবং মেডিসিন, সার্জারি ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধানগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

রোস্টার অনুযায়ী, মোট ১৬৫ জন নতুন ইন্টার্ন চিকিৎসক আগামী ১৮ অক্টোবর থেকে নিজ নিজ নির্ধারিত ইউনিটে দায়িত্ব গ্রহণ করবেন।

 

হাসপাতাল সূত্র জানায়, সুব্যবস্থাপনা নিশ্চিতের অংশ হিসেবে গত ৫ আগস্ট থেকে লটারির মাধ্যমে রোস্টার প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়, যা স্বচ্ছতা ও সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 

আরও পড়ুন