Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫


অভিন্ন প্রশ্নে একত্রে অনুষ্ঠিত হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

Main Image

ছবিঃ প্রতীকী


এ বছর মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা একসাথে এবং একই প্রশ্নপত্রে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সমন্বিত ভর্তি পরীক্ষা।

 

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, “গতকাল মন্ত্রণালয়ের এক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, এ বছর একসাথে এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা হবে। একসাথে যেহেতু পরীক্ষা হবে, তাই প্রশ্ন আলাদা হওয়ার সুযোগ নেই।”

 

এর আগে গত সপ্তাহে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১৭ জানুয়ারি।

 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৯৩টি।

বর্তমানে দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে।
 

আরও পড়ুন