Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫


সুনামগঞ্জে মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা, বিএমটিএ’র নিন্দা ও প্রতিবাদ

Main Image

ছবিঃ প্রতীকী


বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক জুয়েল সেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

ঘটনাটি ঘটে ১১ অক্টোবর রাত ৯টার দিকে, যখন তিনি কর্মস্থল গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় ফিরছিলেন। হামলার পর তার ছোট ভাই সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

 

এ ঘটনায় বিএমটিএ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম ওবাইদুর রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

 

সংগঠনের দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে আহত জুয়েল সেনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। বিএমটিএর পক্ষ থেকে চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন