Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি সহস্রাধিক রোগী

Main Image

ছবিঃ সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয়জনের মৃত্যু হয়েছে, আর এ সময়ের মধ্যে সারাদেশে নতুন করে এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা; এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগ থেকেও মৃত্যু হয়েছে কয়েকজনের।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকাতেই সংখ্যাটা সবচেয়ে বেশি। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকেও অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

গত এক দিনে প্রায় এক হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত কয়েক হাজার ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বছরজুড়ে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক দশ হাজার ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা দুই শতাধিক।

আরও পড়ুন