জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই (Primary PCI) প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে প্রদান করা হবে। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আধুনিক চিকিৎসার জন্য রিংও সরকারি অনুদানে দেওয়া হচ্ছে।
প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘণ্টার মধ্যে রোগীকে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হওয়া রক্তনালীর অবরোধ মুক্ত করে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এই চিকিৎসা সম্পন্ন হয়, যা হার্টের রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সাহায্য করে।
এই সেবা শুধু হার্ট রোগীদের জন্য নয়, বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় এটি একটি বড় ও যুগান্তকারী পরিবর্তন। অন্য যে কোনো সুপার স্পেশালিটি সম্পর্কে বলা না গেলেও, কার্ডিওলজির ক্ষেত্রে দেশের চিকিৎসার মান আন্তর্জাতিক পর্যায়ে তুলনীয় এবং অনেক ক্ষেত্রে উন্নত।
এখন থেকে দেশের যে কোনো হার্ট অ্যাটাক রোগী ১২ ঘণ্টার মধ্যে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আসতে পারলেই বিনামূল্যে প্রাইমারি পিসিআই সেবা পাবে। কিছু ক্ষেত্রে এটি ২৪ ঘণ্টার মধ্যে করাও সম্ভব। এতে রোগীদের জীবন রক্ষা এবং দীর্ঘমেয়াদী জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই যুগোপযোগী উদ্যোগ সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে, যেন অনেক মানুষ আধুনিক এই চিকিৎসার সুযোগ নিতে পারেন এবং জীবনের ঝুঁকি থেকে রক্ষা পান। প্রাইভেট খাতে যেখানে এই চিকিৎসার খরচ ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে, সেখানে সরকারি এই উদ্যোগ মানুষের জন্য সত্যিই এক বিশাল রিলিফ।
আরও পড়ুন