রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) অনুষ্ঠিত হয়েছে সিরাত অলিম্পিয়াড। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে বিপরীত উচ্চারণ সাহিত্য-সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় ছেলেরা গ্যালারি নং–১ এবং মেয়েরা আমিরউদ্দিন গ্যালারিতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার সিলেবাস ছিল ‘আর-রাহীকুল মাখতুম’ গ্রন্থ থেকে, যার আওতায় জাহিলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ থেকে শুরু করে উহুদ যুদ্ধের পূর্বপর্যন্ত অংশ অন্তর্ভুক্ত ছিল। সর্বমোট নম্বর ছিল ৫০। এর মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ ওএমআর শিটে এবং ১০ নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন কাগজে লেখা হয়।
প্রতিযোগিতায় রামেকের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট ও ইসলামী বই প্রদান করা হয়। এছাড়াও বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় এক লক্ষাধিক টাকার পুরস্কার। প্রতিযোগিতার কিছু মুহূর্তের স্থিরচিত্র শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর জীবন জানার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং সত্য, সৌন্দর্য ও নৈতিকতার অন্বেষণে এক অনন্য জ্ঞানযাত্রা। শিক্ষার্থীরা এতে অংশগ্রহণের মাধ্যমে কেবল জ্ঞান অর্জন করেননি, বরং রাসূলুল্লাহ ﷺ এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ার অঙ্গীকারও করেছেন।
আরও পড়ুন