Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১৯ জন, মৃত্যু শূন্য

Main Image


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর, এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি

 

ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৮৮ জনেই অপরিবর্তিত রয়েছে।

 

এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক আক্রান্তদের চিত্র

 

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

 

  • চট্টগ্রাম বিভাগে: ৭৪ জন
  • বরিশাল বিভাগে: ৪৩ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৪০ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৯ জন
  • ময়মনসিংহ বিভাগে: ২৩ জন
  •  

চলতি বছরের সারসংক্ষেপ

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৪,৬৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন

 

আগের দুই বছরের পরিসংখ্যান

২০২৪ সালে, পুরো বছরে ডেঙ্গু আক্রান্ত হন ১,০১,২১৪ জন। এই সময়ে মারা যান ৫৭৫ জন

 

অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সে বছর আক্রান্ত হয়েছিলেন ৩,২১,১৭৯ জন, এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের

 

সতর্ক থাকার আহ্বান

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যায়, ফলে ডেঙ্গুর প্রকোপও বাড়ে। তারা পরামর্শ দিচ্ছেন—


জ্বর হলে দ্রুত পরীক্ষা করানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,
এবং নিজেকে ও আশপাশকে মশামুক্ত রাখা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন