ছবিঃ প্রতীকী
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজ্বরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৪১ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ জন এবং উত্তর সিটিতে ২ জনের প্রাণহানি ঘটে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি আছেন ২ হাজার ১৬ জন রোগী। এর মধ্যে ১ হাজার ২৫৯ জন চিকিৎসাধীন আছেন ঢাকার বাইরে।
আরও পড়ুন