Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫


বগুড়ায় এনডিএফ এর উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত

Main Image

ছবিঃ এনডিএফ-এর উদ্যোগে সিরাত সেমিনার


ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), বগুড়ার আয়োজনে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোটেল নাজ গার্ডেনে সিরাতুন্নবি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়ার উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান ও আ.স.ম. আব্দুল মালেক।

 

'আদর্শ সমাজ বিনির্মাণে রাসুলুল্লাহ সা.-এর ভূমিকা' শীর্ষক আলোচনায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নবীর প্রধান দায়িত্ব ছিল সমাজ ও রাষ্ট্রে ন্যায় এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। এজন্য তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান জানিয়েছেন। রাসুল সা. তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে আমাদের জন্য সর্বাধিক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। চিকিৎসক ও একজন বিশ্বাসী হিসেবে আমাদেরও দায়িত্ব হলো মানুষকে কল্যাণ ও সঠিক পথের দিকে প্রেরণা দেওয়া।

 

প্রধান অতিথি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, আমরা যদি রাসুলের উম্মত হিসেবে নিজেদের দাবি করি, তবে আমাদের অবশ্যই মানবতার বেদনা হৃদয়ে ধারণ করতে হবে। তিনি চিকিৎসকদের আহ্বান জানান রাসুলের আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে অংশ নেওয়ার জন্য। এছাড়া তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরও প্রদান করেন।

 

সেমিনারের সভাপতিত্ব করেন এনডিএফ বগুড়ার সভাপতি ডা. লিয়াকত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনডিএফ বগুড়ার সেক্রেটারি ডা. মাহবুবুর রহমান সরকার এবং বিশিষ্ট সার্জন ডা. সলিমুল্লাহ আকন্দ। মনোরোগ বিশেষজ্ঞ ডা. বাপ্পা আজিজুল সিরাত বিষয়ক একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. সেলিম রেজা।

 

অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা ছিলেন এনডিএফ বগুড়ার সাবেক সভাপতি ডা. মোঃ সোলায়মান, শজিমেক-এর প্রাক্তন অধ্যক্ষ ডা. শাহজাহান আলী, ডা. মুশিহুর রহমান (পরিচালক, বগুড়া নার্সিং হোম), চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ছাইদুর রহমান, রোটারিয়ান ডা. মতিউর রহমান (ডেপুটি ডিরেক্টর, টিএমএসএস মেডিকেল কলেজ), ডা. আল মামুন (সিভিল সার্জন, জয়পুরহাট), ডেপুটি সিভিল সার্জন ডা. নূর-ই-শাদীদ প্রমুখ। অনুষ্ঠানে সদ্য পদোন্নতি পাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন চিকিৎসকদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুন