Ad
Advertisement
Doctor TV

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫


কুমিল্লা ড্যাবের তিন শাখার কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন

Main Image

ছবিঃ ড্যাব


নতুন নেতৃত্ব নেওয়ার পর কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে তিনটি শাখার ওপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ এসেছে এবং একাধিক অনিয়মের ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এসবের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে, এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কুমিল্লার তিন শাখার কার্যক্রম কেন স্থগিত করা হলো, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

 

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লার জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ড্যাবের এই পদক্ষেপ নতুন নেতৃত্ব নেওয়ার পর সংগঠনের শৃঙ্খলা এবং কার্যক্রম স্বচ্ছ রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তের পর স্থানীয় পর্যায়ে ড্যাবের নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে নতুন প্রশ্নও উঠেছে।

আরও পড়ুন