Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


চলতি বছরে ডেঙ্গুতে একদিনে সর্বাধিক ৯ জনের মৃত্যু

Main Image

ছবিঃ প্রতীকী


দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ রোগে আক্রান্ত হয়ে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৃতদের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজনও অন্তর্ভুক্ত। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের।

 

এদিকে একই সময়ে ৭৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগওয়ারি হিসেবে ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনায় ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে তিনজন ও সিলেটে নয়জন।

 

মারা যাওয়া ১২ জনের মধ্যে বরিশালে পাঁচজন, চট্টগ্রামে একজন, ঢাকা উত্তর সিটিতে তিনজন, দক্ষিণ সিটিতে দুজন এবং ময়মনসিংহে একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।

 

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন। ফলে এ বছর এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৩১ জন।

আরও পড়ুন