Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫


ময়মনসিংহে ৪৮তম বিসিএস চিকিৎসকদের জন্য এনডিএফের গাইডলাইন অনুষ্ঠান

Main Image

ছবিঃ সংগৃহীত


ন্যাশনাল ডক্টরস' ফোরাম (এনডিএফ), ময়মনসিংহের উদ্যোগে ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত নতুন চিকিৎসকদের জন্য এক গাইডলাইন ও রিসেপশন প্রোগ্রামের আয়োজন করা হয়। গতকাল (২১ সেপ্টেম্বর) শহরের সালতানাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. একেএম ওয়ালিউল্লাহ।

 

অনুষ্ঠানের শুরুতে “Medico-legal Aspects and Medical Certificate Issues in Upazilla Health Complex” বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন লেকচারার ও সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন।

 

নতুন বিসিএস চিকিৎসকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকারী এম-৫৪ ব্যাচের চিকিৎসক ডা. মাহমুদ শান্ত।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী এবং এনডিএফ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. রবিউল করিম।

প্রোগ্রামে সভাপতিত্ব করেন এনডিএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ জেলা এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. গাজী আবুল হোসেন।

 

অনুষ্ঠানে নতুন বিসিএস ক্যাডারদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ ছাড়াও আকর্ষণীয় র‍্যাফল ড্র এর আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন