ছবিঃ সংগৃহীত
ন্যাশনাল ডক্টরস' ফোরাম (এনডিএফ), ময়মনসিংহের উদ্যোগে ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত নতুন চিকিৎসকদের জন্য এক গাইডলাইন ও রিসেপশন প্রোগ্রামের আয়োজন করা হয়। গতকাল (২১ সেপ্টেম্বর) শহরের সালতানাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. একেএম ওয়ালিউল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে “Medico-legal Aspects and Medical Certificate Issues in Upazilla Health Complex” বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন লেকচারার ও সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন।
নতুন বিসিএস চিকিৎসকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকারী এম-৫৪ ব্যাচের চিকিৎসক ডা. মাহমুদ শান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ কেন্দ্রীয় সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী এবং এনডিএফ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. রবিউল করিম।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন এনডিএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ জেলা এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. গাজী আবুল হোসেন।
অনুষ্ঠানে নতুন বিসিএস ক্যাডারদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ ছাড়াও আকর্ষণীয় র্যাফল ড্র এর আয়োজন ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
আরও পড়ুন