
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৮২ জন রোগী। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৯৪৮ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রামে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭১ জন, খুলনায় (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ময়মনসিংহে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন এবং রাজশাহীতে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪২১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯৪৮ জনে।
সংখ্যাগত বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৭ শতাংশ নারী।
আরও পড়ুন