Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫


স্বাস্থ্যের ঠিকাদার মোতাজ্জেরুল মিঠুর পাঁচ দিনের রিমান্ড

Main Image

ছবিঃ সংগৃহীত


স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে দুদকের পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করেন।

 

মিঠুর উপস্থিতিতে তার আইনজীবী মো. শফিকুল ইসলাম ও বোরহান উদ্দিন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অন্যদিকে, দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে, গত ১০ সেপ্টেম্বর রাতে নিউমার্কেট থানার এলাকা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে

আরও পড়ুন