বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি এ স্বাস্থ্য প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে রাজশাহী বিভাগের পরিচালক (স্বাস্থ্য), বগুড়া জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জনসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও), চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য মহাপরিচালক বগুড়ার সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সংক্রান্ত অভিজ্ঞতা শোনেন।
আরও পড়ুন