দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৪৯ জন, চট্টগ্রামে ৬৬ জন, ঢাকার বাইরে ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, দক্ষিণ সিটিতে ৬৭ জন এবং ময়মনসিংহে ১২ জন রয়েছেন।
চলতি বছরের ডেঙ্গু চিত্র
২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৯ শতাংশ নারী।
এ পর্যন্ত হাসপাতাল থেকে ৩৫ হাজার ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আগের বছরের পরিসংখ্যান
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালেও ইতোমধ্যে ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক। তারা সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।
আরও পড়ুন