Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫


মেডিকেল শিক্ষার মানোন্নয়নে অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরিয়ে আনার পরিকল্পনা সরকারের

Main Image


দেশের মেডিকেল কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন করতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে শিগগিরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

 

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কিছু বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি রয়েছে। এই সংকট দূর করতে এবং শিক্ষার্থীদের উন্নতমানের চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

 

প্রেস সচিব বলেন, যেসব বিষয়ে শিক্ষক সংকট রয়েছে সেগুলো চিহ্নিত করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শ বা অন্য কোনো উপায়ে ফিরিয়ে আনার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

 

 

আরও পড়ুন