৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৩,১২০ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন রয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিপিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংরক্ষণ নীতিমালা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে এ সুপারিশ প্রদান করা হয়েছে। চূড়ান্ত নিয়োগ সরকার কর্তৃক নির্ধারিত বিধি-বিধান অনুসারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সম্পন্ন হবে।
ফলাফলের বিস্তারিত পাওয়া যাবে বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইটে। কমিশন জানিয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজনে প্রকাশিত ফলাফলে সংশোধনের অধিকার তাদের সংরক্ষিত রয়েছে।
এর আগে, চিকিৎসক সংকট মোকাবেলায় বিশেষভাবে চিকিৎসক নিয়োগের জন্য ২৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০ জুলাই। এতে সহকারী সার্জন পদে ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। এরপর ৬ আগস্ট থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। সব প্রক্রিয়া শেষে ১১ সেপ্টেম্বর কমিশন ফলাফল প্রকাশ করে।
এই নিয়োগের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন