ছবিঃ প্রতীকী
দাঁত ও মাড়ির সুস্থতা রক্ষায় নিয়মিত ব্রাশ, ফ্লস এবং ডেন্টিস্টের কাছে যাওয়া নিঃসন্দেহে জরুরি। কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে, এই অভ্যাসগুলোর অজান্তেই আমরা বৈশ্বিক মাইক্রোপ্লাস্টিক দূষণে অবদান রাখছি।
টুথপেস্ট, টুথব্রাশ, ফ্লস এসব প্রতিদিনের পণ্যের মাধ্যমে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা পানির মাধ্যমে নদী-সমুদ্র হয়ে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করছে। অনেক দেশে টুথপেস্টে মাইক্রোবিডস নিষিদ্ধ হলেও আধুনিক টুথপেস্টে এখনও প্লাস্টিকের সূক্ষ্ম অংশ থাকতে পারে। তেমনি, নাইলন বা টেফলন ফ্লস থেকে ক্ষুদ্র তন্তু ছিটকে পড়ে আর ব্রাশ করার সময় টুথব্রাশের ব্রিসল ভেঙে যায়। প্রতিদিনের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলেই সময়ের সঙ্গে এক বিশাল দূষণ সমস্যা তৈরি করছে।
ফিলিং ও ডিভাইসের ভূমিকা
শুধু ভোক্তা পণ্যই নয়, দাঁতের চিকিৎসায় ব্যবহৃত অনেক আধুনিক উপকরণও প্লাস্টিক নির্ভর। উদাহরণস্বরূপ, রূপার আমালগাম ফিলিং বাদ দিয়ে এখন বেশি ব্যবহৃত হয় রেজিন-ভিত্তিক সাদা প্লাস্টিক ফিলিং। এগুলো দেখতে সুন্দর ও অপেক্ষাকৃত নিরাপদ হলেও পরিবেশের জন্য নতুন সমস্যা তৈরি করছে।
অতএব, যে উপকরণ একসময় দাঁতের চিকিৎসায় বিপ্লব এনেছিল, সেগুলোর অদৃশ্য দূষণ এখন নতুন করে ভাবনার কারণ হয়ে উঠছে।
মানবস্বাস্থ্যে সম্ভাব্য প্রভাব
দাঁতের পণ্যের প্লাস্টিক থেকে তৈরি মাইক্রোপ্লাস্টিক শুধু পরিবেশেই নয়, মানবদেহেও প্রভাব ফেলতে পারে। অনেক রেজিন-ভিত্তিক ফিলিংয়ে রয়েছে বিসফেনল এ (BPA), যা হরমোনের মতো কাজ করে এবং দেহের অন্তঃস্রাবতন্ত্রের ভারসাম্য নষ্ট করতে পারে।
সাম্প্রতিক গবেষণা উদ্বেগ বাড়াচ্ছে:
এখনও গবেষণা চলছে, কিন্তু মানুষের রক্ত, ফুসফুস এমনকি গর্ভনালিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়া বিষয়টিকে অত্যন্ত গুরুতর করে তুলেছে।
টেকসই দাঁত পরিচর্যার পথ
এই সমস্যা মোকাবিলায় প্রয়োজন শিল্প, চিকিৎসক ও ভোক্তাদের যৌথ উদ্যোগ।
হাসি ও পৃথিবী দুটোই রক্ষার দায়িত্ব
দাঁতের চিকিৎসায় প্লাস্টিক নিঃসন্দেহে অনেক সুবিধা এনে দিয়েছে চিকিৎসা হয়েছে নিরাপদ, সহজ ও নান্দনিক। তবে এর অদৃশ্য পরিবেশগত খরচ ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এখন আর উপেক্ষা করার মতো নয়।
সমুদ্র থেকে রক্তপ্রবাহ পর্যন্ত সর্বত্র যখন মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়ছে, তখন দাঁতের চিকিৎসা ক্ষেত্রকেও বৈশ্বিক টেকসই আন্দোলনে যুক্ত হতে হবে। সচেতন পছন্দ ও পরিবেশবান্ধব উদ্ভাবনের মাধ্যমে আমরা যেমন আমাদের হাসি রক্ষা করতে পারি, তেমনি গ্রহকেও বাঁচাতে পারি।
আরও পড়ুন