ছবিঃ প্রতীকী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ঘণ্টায় দেশে একজন শিশু সহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩০৯ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রামে ৫০জন, ঢাকার বাইরে ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনায় ১৬ জন, ময়মনসিংহে ১০জন, রাজশাহীতে ১৬ জন এবং সিলেটে একজন রয়েছেন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৪০১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৩১ জন।
আরও পড়ুন