Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫


চিকিৎসক ডা. নাজমুল হত্যায় গভীর শোক ও নিন্দা জানাল এনডিএফ

Main Image

ছবিঃ সংগৃহীত


চাঁদপুর থেকে রোগী দেখে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল হাসান আখন্দ। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক ও প্রতিবাদের কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদপুর থেকে রোগী দেখে ফেরার পথে লালমাই এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে প্রাণ হারান ডা. নাজমুল হাসান আখন্দ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

 

এনডিএফ কুমিল্লা শাখার বিবৃতিতে বলা হয়, "একজন চিকিৎসকের এভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে চিকিৎসক সমাজের জন্য বড় আঘাত ও গভীর উদ্বেগের বিষয়।”

তারা প্রশাসনের প্রতি আহ্বান জানায়, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবিও জানানো হয়।

আরও পড়ুন