Ad
Advertisement
Doctor TV

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫


ওষুধের কাঁচামাল শিল্পের উন্নয়নে ১১ সদস্যের কমিটি গঠন

Main Image


দেশে ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ‘এপিআই খাত উন্নয়ন কমিটি’ নামের এই কমিটি একইসঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল এগিয়ে নিতে কাজ করবে।

 

রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কারা আছেন কমিটিতে

 

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে সভাপতি করে গঠিত কমিটিতে রয়েছেন মোট ১১ জন সদস্য। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের ঔষধ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান।

অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—

 

  • ১। বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি
  • ২। ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি
  • ৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগের প্রতিনিধি
  • ৪। বাংলাদেশ এপিআই ও ইন্টারমিডিয়ারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএআইএমএ) প্রতিনিধি
  • ৫। বিএআইএমএর সভাপতি সাইফুর রহমান
  •  

কমিটির কাজ

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি দেশের এপিআই উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য কৌশলগত নীতিমালা প্রণয়ন করবে। পাশাপাশি—

 

  • ১। হেলথ রিফর্ম কমিশনের এপিআই সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের সমন্বয়
  • ২। সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নে অর্থ বিভাগের সঙ্গে সমন্বয়
  • ৩। নিয়ন্ত্রণগত, আর্থিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ
  • ৪। পুনঃঅর্থায়ন, পুনঃতফসিলীকরণ, শুল্কনীতি, ভ্যাট অব্যাহতি ও রপ্তানি সহায়তাসহ টেকসই প্রণোদনা কাঠামো নির্ধারণ
  • ৫। সরকার ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয়
  • ৬। খাতভিত্তিক লক্ষ্য পূরণে অগ্রগতি মূল্যায়ন ও নীতিগত নির্দেশনা প্রদান
  •  

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে তাদের।

আরও পড়ুন