দেশে ওষুধের কাঁচামাল (এপিআই) উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ‘এপিআই খাত উন্নয়ন কমিটি’ নামের এই কমিটি একইসঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল এগিয়ে নিতে কাজ করবে।
রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কারা আছেন কমিটিতে
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে সভাপতি করে গঠিত কমিটিতে রয়েছেন মোট ১১ জন সদস্য। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের ঔষধ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান।
অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—
কমিটির কাজ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি দেশের এপিআই উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য কৌশলগত নীতিমালা প্রণয়ন করবে। পাশাপাশি—
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে তাদের।
আরও পড়ুন