Ad
Advertisement
Doctor TV

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫


আসিফ নজরুল: অভিযোগ সব ডাক্তারদের বিরুদ্ধে নয়

Main Image


চিকিৎসকদের নিয়ে করা মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তার সমালোচনা ঢালাওভাবে সব ডাক্তারদের উদ্দেশ্যে নয়, বরং একশ্রেণীর চিকিৎসকের বিরুদ্ধে।

 

সোমবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের সম্পর্কে কিছু কথা বলেছিলাম। প্রথমে রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতার কথা বলেছি। এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনা করেছি। তবে এসব মন্তব্য সব ডাক্তারদের জন্য নয়। অনেক ডাক্তার আছেন ভালো, কিন্তু কারো কারো বিরুদ্ধে অভিযোগও আছে।”

 

তিনি অভিযোগ করেন, তার বক্তব্য সংবাদমাধ্যমে আংশিকভাবে প্রকাশিত হওয়ায় অনেকের কাছে মনে হয়েছে তিনি সব ডাক্তারদের বিরুদ্ধেই অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “পত্রপত্রিকা আমার সম্পূর্ণ বক্তব্য ছাপায়নি। ফলে মনে হতে পারে, রোগীর কথা মন দিয়ে না শোনা, অপ্রয়োজনীয় টেস্ট করানো কিংবা ওষুধ কোম্পানির সঙ্গে যোগসূত্র— এসব অভিযোগ আমি ঢালাওভাবে সব ডাক্তারদের বিরুদ্ধে তুলেছি। কিন্তু এটা ঠিক নয়।”

 

ড. আসিফ নজরুল আরও বলেন, “প্রচণ্ড ত্যাগ, সততা আর দক্ষতা নিয়ে দেশের বিপুল সংখ্যক ডাক্তার সেবা দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমার বক্তব্য কষ্টের কারণ হলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তবে একইসঙ্গে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কিছু কিছু ডাক্তারের (তারা সংখ্যায় কম হতে পারেন) বিরুদ্ধে এসব অভিযোগ সত্যি হলে, তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

আরও পড়ুন