Ad
Advertisement
Doctor TV

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫


শেবাচিমে চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা

Main Image


বরিশাল, ১৭ আগস্ট : শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক চিকিৎসকের ওপর আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন মেডিসিন ইউনিট-২ এর চিকিৎসক ডা. দিলীপ রায়। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।

 

রোববার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ডিউটি শেষে বাসায় ফেরার সময় হাসপাতালের প্রধান ফটকের বাইরে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসক ডা. নাজমুল হক।

তিনি জানান, ডা. দিলীপ রায় হাসপাতালের আউটডোরে রোগী দেখে বাসায় ফিরছিলেন। এসময় আন্দোলনকারীরা তাঁকে লক্ষ্য করে হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন।

 

এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকরা অবিলম্বে কর্মবিরতির ঘোষণা দেন। তারা বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।

প্রসঙ্গত, এর আগেও শেবাচিমের চিকিৎসকরা বারবার নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন।

আরও পড়ুন