Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫


‘আসিফ নজরুলের বক্তব্য চিকিৎসক সমাজের আত্মমর্যাদায় আঘাত’

Main Image


 

ঢাকা, ১৭ আগস্ট : চিকিৎসকদের ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দিয়ে পেশার সততা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সমাজ। তাদের দাবি, ড. আসিফ নজরুলের এ বক্তব্য শুধু অযৌক্তিকই নয়, বরং চিকিৎসকদের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত।

 

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরে বলা হয়, দেশের চিকিৎসকরা সীমাহীন শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। করোনাভাইরাস মহামারির সময় জীবন বাজি রেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা জুলাই আন্দোলন—সব জায়গাতেই চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন বাস্তবতায় চিকিৎসকদের ‘দালাল’ আখ্যা দেওয়া গুরুতর অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ড. আসিফ নজরুল একজন বিশিষ্ট আইনজ্ঞ, তার অনেক বক্তব্য সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে অনেক সময় অতিরঞ্জিত মন্তব্য বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করে। এবারও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঢালাওভাবে চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করেছেন, যা চিকিৎসক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।

 

চিকিৎসকদের মতে, পেশাগত দুর্বলতা থাকলে তা সমাধান করা যেতে পারে নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও পারস্পরিক আলোচনার মাধ্যমে। কিন্তু তাদের ‘দালাল’ আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া বিদেশে চিকিৎসা গ্রহণের প্রচারণা চালিয়ে তিনি পরোক্ষভাবে পার্শ্ববর্তী দেশের ব্র্যান্ডিং করছেন কি না সে প্রশ্নও জনমনে তৈরি হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত চিকিৎসকরা তাৎক্ষণিক প্রতিবাদ না করায় চিকিৎসক সমাজ হতাশ। চিকিৎসক সংগঠন অবিলম্বে ড. আসিফ নজরুলের বক্তব্য প্রত্যাহার এবং মর্মাহত চিকিৎসকদের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানিয়েছে।

আরও পড়ুন